Why does fingerring ?(গিটারে ফিংগারিং কেন?)
পার্ট ৪
এটা সত্য কথা যে , অনেকেই যারা প্রাথমিক পর্যায়ে গিটার শিখে তারা অনেকেই ১ ২ দিনে কর্ড ধরার মন ইচ্ছা পোষণ করে । এবং তাতে হয় কি তারা ফিংগারিং না করে কর্ড ধরার প্রচেষ্টা চালাই। এই প্রচেষ্টা একদমই বৃথা।
কর্ড ধরার আগে অবশ্যই ফিংগারিং করতেই হবে ।এটি বাধ্যতামূলক। না করলে ফিংগার ফ্রি হবে না ,আর শক্ত আংগুল দিয়ে গিটারের ফ্ল্যাটে বসাতে আসলেই অনেক কষ্টের।
অনেকে এই ফিংগারিং এ জোর দেইনা বলেই তাদের কর্ড ধরতেও মাস খানেক এমনকি বছর খানেক লাগে।
তাই স্টেপ বাই স্টেপ শেখাই উচিত। ফেলার জিনিস মনে করলে বা অবহেলা করলেও আপনার সময় ও নষ্ট হবে। এবং আপনার শিক্ষা ও থেকেই যাবে।
আজ যারা এই পৃথিবীতে সফল গীটার বাদক, তারা সবাই এই ফিংগারিং এ কোন কমতি রাখেন নি৷
যে যত বেশি ফিংগারিং করবেন তার বাজনা তত পরিষ্কার হবে।
এটিই হল মূল বিষয় এবং মূল মন্তব্য।


Comments
Post a Comment