Fretboard or fingerboard notes (ফ্রেটবোর্ড বা ফিংগারবোর্ড নোটস)
পার্ট ৬
ফ্রেটবোর্ড বা ফিংগারবোর্ড যাই বলি না কেন, কোন ফ্ল্যাটে বা কত নাম্বার ফ্ল্যাটে কি নোট আছে তা জানার জন্যই আসলে এই ফ্রেট বোর্ড বা ফিংগার বোর্ড।
কি জন্য দরকার ?
# কোন নোটে বাজাচ্ছি তা জানার জন্য।
# কোন স্কেলে বাজাচ্ছি তা জানার জন্য ।
# সমন্বিত বাদ্যযন্ত্র গুলি একসাথে বাজানো হলে স্কেল ঠিক ভাবে ধরার জন্য ।
# কর্ড তৈরি করতেও এর গুরুত্ব অপরিসীম।
#মেজর মাইনর সেভেনেথ নাইন্থ কর্ড ছাড়াও বিভিন্ন কর্ড রয়েছে যেগুলো জ্যাজে বাজানো হয়এ থাকে। সেসবের ব্যবহৃত নোট জানতেও এর গুরুত্ব অনেক বেশি ।
নিচে ফ্রেটবোর্ডের ছবি প্রদত্ত হলঃ
চিত্র ঃঃ১
চিত্রঃ২
চিত্রঃ৩
উপরের ছবি গুলি সব ফ্রেটবোর্ডের। আশা করি সবারেই উপকারে বা কাজে লাগবে।



Comments
Post a Comment