Finger name and numbering(ফিংগার নেইম এবং নাম্বারিং)

পার্ট ৩

যেহেতু গিটারে নোট কর্ড পড়তে গেলে কিছু নাম্বারিং এর ব্যাপার চলে আসে সেহেতু আংগুল নাম্বার বা ফিংগার নেইম,নাম্বার জানা খুব জরুরি ।
এটি হল বাম হাত, সাধারণত বাম হাতেই পিকিং করা হয় তাই বাম হাতের ফিংগার নেইম ,নাম্বার দেওয়া হল।

T-- মানে Thumb (বৃদ্ধা) এর কোন নাম্বারিং দেওয়া নেই। কারণ এটি দিয়ে ফিংগারিং করা হয়না।
1--- হল তর্জনী ইংরেজিতে বলে Index finger
2---হল মধ্যমা ইংরেজিতেএকে  বলা হয়  Middle finger
3---হল অনামিকা ইংরেজিতে এর নাম Ring finger
4---হল কনিষ্ঠা  ইংরেজিতে এর নাম হল pinky বা little finger




এখন আসি এটি কি কাজে লাগে, বিভিন্ন লিক স্রেডিং নোট ট্যাব্লেচারে পড়তে গেলে ফিংগার নাম্বারিং এর ব্যবহার খুব গুরুত্বপূর্ণ।
  নিচে এর কিছু নমুনা দেওয়া যাকঃ
 এখানে D Major Chord এর একটি ছবি দেওয়া হল এবং এবং সাইন বা প্রতিকীর মানে দেওয়া হল।

ক্রস চিহ্ন টি হল মিঊট ( সেখানে বাজবে না)

শুন্য চিহ্ন টি হল বাজবে মানে সেখানে আংগুল ব্যবহৃত  হবে।
 1,2,3 নাম্বার গুলি হল বাম হাতের ফিংগার নাম্বার অর্থাৎ সে জায়গাই উক্ত ফিংগার গুলি বসাতে হবে।   

Comments

Popular posts from this blog

What is finger style and finger picking?(ফিংগার স্টাইল (ফ্লেমেনকো)কি এবং ফিংগার পিকিংই বা কি?)

Fretboard or fingerboard notes (ফ্রেটবোর্ড বা ফিংগারবোর্ড নোটস)

Finger practices for beginners (Episode:1)