Posts

Showing posts from April, 2019

Fretboard or fingerboard notes (ফ্রেটবোর্ড বা ফিংগারবোর্ড নোটস)

Image
পার্ট ৬ ফ্রেটবোর্ড বা ফিংগারবোর্ড যাই বলি না কেন, কোন  ফ্ল্যাটে বা কত নাম্বার ফ্ল্যাটে কি নোট আছে তা জানার জন্যই আসলে এই ফ্রেট বোর্ড বা ফিংগার বোর্ড।  কি জন্য দরকার ? # কোন নোটে বাজাচ্ছি তা জানার জন্য।  # কোন স্কেলে বাজাচ্ছি তা জানার জন্য । # সমন্বিত বাদ্যযন্ত্র গুলি একসাথে বাজানো হলে স্কেল ঠিক ভাবে ধরার জন্য । # কর্ড তৈরি করতেও এর গুরুত্ব অপরিসীম। #মেজর মাইনর সেভেনেথ নাইন্থ কর্ড ছাড়াও বিভিন্ন কর্ড রয়েছে যেগুলো জ্যাজে বাজানো হয়এ থাকে।          সেসবের ব্যবহৃত নোট জানতেও এর গুরুত্ব অনেক বেশি  । নিচে  ফ্রেটবোর্ডের ছবি প্রদত্ত হলঃ      চিত্র ঃঃ১ চিত্রঃ২  চিত্রঃ৩  উপরের ছবি গুলি সব ফ্রেটবোর্ডের। আশা করি সবারেই উপকারে বা কাজে লাগবে।

Warmup on guitar (গিটারে হাতের ব্যায়াম)

Image
পার্ট ৫ গিটার বাজানোর আগে হাতের ব্যায়াম খুবই জরুরি ।কেননা হাতের ব্যায়ামের ফলে আংগুলের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেই ৷আর  বাজাতেও সহজ হয়।  নিচে হাতের ব্যায়ামের নমুনাঃঃ চিত্রঃ১ চিত্রঃ২ চিত্রঃ৩

Why does fingerring ?(গিটারে ফিংগারিং কেন?)

Image
পার্ট ৪  এটা সত্য কথা যে , অনেকেই যারা প্রাথমিক  পর্যায়ে গিটার শিখে তারা অনেকেই ১ ২ দিনে কর্ড ধরার মন ইচ্ছা পোষণ করে । এবং তাতে হয় কি তারা ফিংগারিং না করে কর্ড ধরার প্রচেষ্টা চালাই।  এই প্রচেষ্টা একদমই বৃথা। কর্ড ধরার আগে অবশ্যই ফিংগারিং করতেই হবে ।এটি বাধ্যতামূলক।  না করলে ফিংগার ফ্রি হবে না ,আর শক্ত আংগুল দিয়ে গিটারের ফ্ল্যাটে বসাতে আসলেই অনেক কষ্টের। অনেকে এই ফিংগারিং এ জোর দেইনা বলেই তাদের কর্ড ধরতেও মাস খানেক এমনকি বছর খানেক লাগে।  তাই স্টেপ বাই স্টেপ শেখাই উচিত। ফেলার জিনিস মনে করলে বা অবহেলা করলেও আপনার সময় ও নষ্ট হবে। এবং  আপনার শিক্ষা ও থেকেই যাবে।    আজ যারা এই পৃথিবীতে সফল গীটার বাদক, তারা সবাই এই ফিংগারিং এ কোন কমতি রাখেন নি৷  যে যত বেশি ফিংগারিং করবেন তার বাজনা তত পরিষ্কার হবে।  এটিই হল মূল  বিষয় এবং মূল মন্তব্য।

Finger name and numbering(ফিংগার নেইম এবং নাম্বারিং)

Image
পার্ট ৩ যেহেতু গিটারে নোট কর্ড পড়তে গেলে কিছু নাম্বারিং এর ব্যাপার চলে আসে সেহেতু আংগুল নাম্বার বা ফিংগার নেইম,নাম্বার জানা খুব জরুরি । এটি হল বাম হাত, সাধারণত বাম হাতেই পিকিং করা হয় তাই বাম হাতের ফিংগার নেইম ,নাম্বার দেওয়া হল। T-- মানে Thumb (বৃদ্ধা) এর কোন নাম্বারিং দেওয়া নেই। কারণ এটি দিয়ে ফিংগারিং করা হয়না। 1--- হল তর্জনী ইংরেজিতে বলে Index finger 2---হল মধ্যমা ইংরেজিতেএকে  বলা হয়  Middle finger 3---হল অনামিকা ইংরেজিতে এর নাম Ring finger 4---হল কনিষ্ঠা  ইংরেজিতে এর নাম হল pinky বা little finger