How to learn guitar at home (বাড়িতে বসে বসে কিভাবে গিটার শিখবেন.).............................

পার্ট ১

 

বাড়িতে বসে বসে কিভাবে গিটার শিখবেন?

আজকাল অনেকেই ঘরে বসে বসেই গিটার শিখে ফেলেন।অনেকে তার শিক্ষক বা অনেকে তার বন্ধু হতে তার পছন্দের গিটারটি ঠিক মত আয়ত্ত করে ফেলেন।কিন্তু আমি যা আপনাদেরকে বলতে যাচ্ছি সেটি হল কিভাবে আপনারা ঘরে বসে বসে গিটার শিখবেন?

অবাক হলেন ?

না অবাক হওয়ার কিছু নেই।তবে কোন কিছু হাসিল করতে অবশ্যই কষ্ট করতে হয়,সেটি অবশ্যই আপনারা জানেন।

আমি নিচে ধারাবাহিক ক্রম কিছু বিষয় আপনাদের কাছে অবগত করব।অর্থাৎ গিটার শিখতে গেলে স্টেপ বাই স্টেপ আপনাকে কি কি করতে হবে সেটিই অবগত করা হবে।

এই যেমন ঃ

 

১/

গিটার পরিচিতি

প্রথমে আপনাকে গিটারের পরিচিতি জানতে হবে।গুগলে  guitar  introduction  লিখে সার্চ দিলেই বহু ফলাফল আসবে।এটি জানা খুব জরুরি।

২/

ফিঙ্গার এক্সারসাইজ

 ইউটিউবে finger exercise for guitar  লিখে সার্চ দিলেই বহু ভিডিও চলে আসবে। ফিঙ্গার এক্সারসাইজ প্রত্যেক দিনই করতে হয়।দুনিয়ার সব ভাল ভাল গিটার বাদক এটি করে থাকেন।

 ৩/

স্ট্রিং এবং ফ্রেটবোর্ড ধারণা

গিটারে স্ট্রিং এর নাম এবং ফ্রেটবোর্ডের সম্পর্কে ধারণা থাকা দরকার। ওপেন স্ট্রিংএর  নাম এবং ফ্রেট বোর্ডের স্বর সম্পর্কে ধারণা রাখা উচিত।

৪/

কর্ড ধারণা 

গিটার বাজাতে গান করতে কর্ড এর ধারণা থাকা উচিত।বিভিন্ন ধরণের কর্ড রয়েছে মেজর ,মাইনর ,সেভেন্থ প্রভৃতি।

৫/

স্কেল ধারণা

স্কেল ছাড়া ত গানই পানসে ।মেজর স্কেল ,মাইনর স্কেল,ফ্রিজিয়ান অনেক স্কেলই রয়েছে।

৬/

রিদম ধারণা 

রিদম হল তাল ।তাল ছাড়া যে লবন বিনা রান্না। তাই রিদম কে অনেক গুরুত্ব দিতে হয়।

বিগিনারদের/নতুনদের জন্য আজ এটুকুই 

 

Comments

Popular posts from this blog

What is finger style and finger picking?(ফিংগার স্টাইল (ফ্লেমেনকো)কি এবং ফিংগার পিকিংই বা কি?)

Fretboard or fingerboard notes (ফ্রেটবোর্ড বা ফিংগারবোর্ড নোটস)

Finger practices for beginners (Episode:1)