Complete guitar introduction and accessories( সম্পূর্ণ গিটার পরিচিতি এবং আনুষঙ্গিক যন্ত্রাবলি)
পার্ট ২ সম্পূর্ণ গিটার পরিচিতি এবং আনুষঙ্গিক যন্ত্রাবলি হেড স্টক এটিই গিটারের মাথা বা হেড। যেখানে টিউনিং কীও থাকে। নাট হেডএর পর নাট থাকে যেটি স্ট্রিং কে ধরে রাখে। টিউনিং কী এটি হল টিউনিং কী। গিটারে টিউনিং এটি দিয়ে করতে হয়। নেক বা গলা এটি গিটারের গলা না নেক ।। ফ্রেটবোর্ড এটি ফ্রেটব োর্ড। ফ্রেটব োর্ড এবং নেকের পার্থক্য হল এই , ফ্রেটব োর্ড এ স্বর নামকরণ করা থাকে এবং ফ্রেটের নাম্বারিং করা থাকে কিন্তু নেকের থাকে নেক শুধু গিটারের অংগ বুঝাটেই নামটি ব্যবহার করা হয়ে থাকে। স্ট্রিং পেগস এটি স্ট্রিং পেগস,এটই গিটার ব্রিজেরই একটি অংশ। ব্রিজ সব মিলিইয়ে যেমন ব্রিজ পেগস , সেডল সব মিলে ব্রিজ। গিটার বডি এটি হল গিটারের মূল বডি বা শরীর। সাউন্ড হোল তারের ঘর্ণের আওয়াজ এখানেই সৃষ্টি হয় । ফ্রেট ফ্রেটবোর্ডের স্বর্ণালি বার টিই হল ফ্রেট। ফ্ল্যাট দুটি স্বর্ণালি বারের মাঝখানের অংশটিই হল ফ্ল্যাট। স্ট্রিং স্ট্রিং হল তার । পিক গিটার স্ট্যান্ড টিউনার মে...