Posts

What is hammer on and pull off?

Image
পার্ট১১৷                         Hammer on and Pull off Hammer on Hammer on হল বেসিক্যালি ascending বা note এর ফরোওয়ার্ড কে বুঝায়। গিটারের ট্যাব্ল্যাচারে এটির ব্যবহার দেখা যায়।  Tab  ----------------------------------------------------------------9-h-10------ -----------------------------------------------------7-h-9------------------ ------------------------------------------5-h-7----------------------------- ------------------------------3-h-5----------------------------------------- -----------------3-h-5------------------------------------------------------ -----4-h-7---------------------------------------------------------------- Pull off Pull off হল hammer on এর উল্টো অর্থাৎ  রিভার্স। বাজানোর সময় আংগুল গুলি ছেড়ে ছেড়ে বাজাতে হয়।  Tab ----------------------------------------------------------------------4p2---------------- ---------------------------------------...

What is ascending and descending? আরোহণ এবং অবরোহণ কি?

Image
পার্ট ১০           Ascending এবং Descending কি? Ascending কে বাংলায় বলে আরোহণ Descending কে অবরোহণ। ধরুন যদি আমি সি মেজর স্কেল (C Major)বাজানোর সময় ক্রমানুযায়ী C D E F G A B বাজায় তখন সেটাকে বলা হবে ascending।।  আবার আমি যদি উল্টো অর্থাৎ  B A G F E D C বাজায় তাহলে সেটিকে  বলা হয় descending।। শাস্ত্রীয় সংগীত অনুযায়ী  সা রে গা মা পা ধা নি কে আরোহণ এবং সা নি ধা পা মা গা রে কে অবরোহণ বলা হয়।    

Finger practices for beginners ( Episode:2)

Image
পার্ট ৯ আজকের লেসন আবারও ফিংগার এক্সারসাইজ নিয়ে আসলাম। আশা করি সবারেই উপকার হবে।আজকের এই ফিংগার এক্সারসাইজটি নতুনদের  থেকে একটু  ভিন্ন করে দেওয়া হয়েছে আর্থাৎ নতুনদের জন্য এটি দ্বিতীয় ধাপের লেসন যা  ফিংগার মুভিং এ সাহায্য করবে। চলুন দেখে আসা যাক,  চিত্র ঃঃ১ চিত্রঃ২ চিত্রঃ৩   চিত্রঃ৪ এই  লিক্সগুলি নতুনদের জন্য  ভালোই কাজে দিবে আশা করি।ভাল লাগলে কমেন্ট করবেন অথবা ভুল বা কোথাও যদি সীমাবদ্ধতা থাকে তবুও কমেন্ট করে জানাবেন।  যারা আগের লেসনটি পাননি,তারা নিচের লিংকে ঢুকতে পারেন। https://killguitar7.blogspot.com/2019/11/finger-practices-for-beginners.html

Finger practices for beginners (Episode:1)

Image
পার্টঃ৮ এখানে যে, ফিংগার প্র‍্যাক্টিস প্যাটার্ন দেওয়া হল তা সম্পুর্ণ নতুনদের জন্য।     প্যাটার্নঃঃ১    প্যাটার্নঃঃঃ২  প্যাটার্নঃঃ৩  সামনে আরো কিছু কার্যকারী লেসন দেওয়া হবে।  

What is finger style and finger picking?(ফিংগার স্টাইল (ফ্লেমেনকো)কি এবং ফিংগার পিকিংই বা কি?)

Image
পার্ট ৭ গিটারে বাজনা মূলত দুই ধরণের হয়ে  থাকে। যথাঃঃ১ ফিংগারস্টাইল,২ফিংগারপিকিং বা অনেক সময় ফ্ল্যাটপিকিং এর নামেও শুনা যায়। এই দুই ধরনের বাজনার গঠন প্রণালীতেও অনেক তফাত রয়েছে। প্রথমে আসি  ফিংগার স্টাইল নিয়ে , এরকম বাজনার সাথে অনেকেই পরিচিত বা অনেকেই পরিচিত নই।তার কারণ দেশেও এই ধরণের  বাজনা তেমন দেখা  যাই না।এটি  মূলত পশ্চিমারাই বাজিয়ে থাকে।এই বাজনার ধরণে বাদকের নখ ব্যবহার করা হয়।তাই নখের বিশেষ যত্নও নিতে হয়।   এক প্রকার ফ্লেমেনকোতেই এরকম নখের ব্যবহার দেখা যায়।কিন্তু আজকাল  অ্যাকুইস্টিক  গিটারেও এসব বাজানো হয়ে থাকে।  স্ট্রিংয়ের বেস লাইন সহ ঠিক রেখে অদ্ভুত একটা  বাজনার ধরণ।  এই ধরণে গিটারে মূল বডিতেও আঘাত করে, অর্থাৎ সুরের সাথে তাল সৃষ্টি করে  পরিবেশন করা হয়।  ফ্লেমেনকোর  বিশেষ কিছু কৌশলের নাম হল,  পিকাডো, রাখেও বা রাসগিয়াডো আলজাপুয়া ট্রেমলো স্ট্রামিং  আরপিজিও আপাতত এটুকুই লিখলাম  পরে এই সম্পর্কিয় পোস্ট আরো লিখব। এবার আসি  ফিংগার পিকিং নিয়ে, আজকাল এই বাজনার ...

Fretboard or fingerboard notes (ফ্রেটবোর্ড বা ফিংগারবোর্ড নোটস)

Image
পার্ট ৬ ফ্রেটবোর্ড বা ফিংগারবোর্ড যাই বলি না কেন, কোন  ফ্ল্যাটে বা কত নাম্বার ফ্ল্যাটে কি নোট আছে তা জানার জন্যই আসলে এই ফ্রেট বোর্ড বা ফিংগার বোর্ড।  কি জন্য দরকার ? # কোন নোটে বাজাচ্ছি তা জানার জন্য।  # কোন স্কেলে বাজাচ্ছি তা জানার জন্য । # সমন্বিত বাদ্যযন্ত্র গুলি একসাথে বাজানো হলে স্কেল ঠিক ভাবে ধরার জন্য । # কর্ড তৈরি করতেও এর গুরুত্ব অপরিসীম। #মেজর মাইনর সেভেনেথ নাইন্থ কর্ড ছাড়াও বিভিন্ন কর্ড রয়েছে যেগুলো জ্যাজে বাজানো হয়এ থাকে।          সেসবের ব্যবহৃত নোট জানতেও এর গুরুত্ব অনেক বেশি  । নিচে  ফ্রেটবোর্ডের ছবি প্রদত্ত হলঃ      চিত্র ঃঃ১ চিত্রঃ২  চিত্রঃ৩  উপরের ছবি গুলি সব ফ্রেটবোর্ডের। আশা করি সবারেই উপকারে বা কাজে লাগবে।

Warmup on guitar (গিটারে হাতের ব্যায়াম)

Image
পার্ট ৫ গিটার বাজানোর আগে হাতের ব্যায়াম খুবই জরুরি ।কেননা হাতের ব্যায়ামের ফলে আংগুলের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেই ৷আর  বাজাতেও সহজ হয়।  নিচে হাতের ব্যায়ামের নমুনাঃঃ চিত্রঃ১ চিত্রঃ২ চিত্রঃ৩