Posts

Showing posts from July, 2019

What is finger style and finger picking?(ফিংগার স্টাইল (ফ্লেমেনকো)কি এবং ফিংগার পিকিংই বা কি?)

Image
পার্ট ৭ গিটারে বাজনা মূলত দুই ধরণের হয়ে  থাকে। যথাঃঃ১ ফিংগারস্টাইল,২ফিংগারপিকিং বা অনেক সময় ফ্ল্যাটপিকিং এর নামেও শুনা যায়। এই দুই ধরনের বাজনার গঠন প্রণালীতেও অনেক তফাত রয়েছে। প্রথমে আসি  ফিংগার স্টাইল নিয়ে , এরকম বাজনার সাথে অনেকেই পরিচিত বা অনেকেই পরিচিত নই।তার কারণ দেশেও এই ধরণের  বাজনা তেমন দেখা  যাই না।এটি  মূলত পশ্চিমারাই বাজিয়ে থাকে।এই বাজনার ধরণে বাদকের নখ ব্যবহার করা হয়।তাই নখের বিশেষ যত্নও নিতে হয়।   এক প্রকার ফ্লেমেনকোতেই এরকম নখের ব্যবহার দেখা যায়।কিন্তু আজকাল  অ্যাকুইস্টিক  গিটারেও এসব বাজানো হয়ে থাকে।  স্ট্রিংয়ের বেস লাইন সহ ঠিক রেখে অদ্ভুত একটা  বাজনার ধরণ।  এই ধরণে গিটারে মূল বডিতেও আঘাত করে, অর্থাৎ সুরের সাথে তাল সৃষ্টি করে  পরিবেশন করা হয়।  ফ্লেমেনকোর  বিশেষ কিছু কৌশলের নাম হল,  পিকাডো, রাখেও বা রাসগিয়াডো আলজাপুয়া ট্রেমলো স্ট্রামিং  আরপিজিও আপাতত এটুকুই লিখলাম  পরে এই সম্পর্কিয় পোস্ট আরো লিখব। এবার আসি  ফিংগার পিকিং নিয়ে, আজকাল এই বাজনার ...