Guitar for beginner ... (নতুনদের জন্য গিটার)
নতুনদের জন্য গিটার গিটার শিখতে চাই, একটি নতুন গিটার?গিটার অনেক ধরণের রয়েছে ।আক্যুস্টিক গিটার , স্প্যানিশ গিটার,হাওয়াইয়ান গিটার,বেস গিটার ,লিড গিটার প্রভৃতি।এসব ভিন্ন ভিন্ন গিটারের বাজানোর ধরণ আলাদা এবং শব্দ ও ভিন্ন।তবে প্রথমে স্পেনিশ গিটার বা আক্যুস্টিক গিটার কিনে শুরু করা উচিত।বিভিন্ন ধরণের মিউজিকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ধরণের গিটার ব্যবহার হয়ে থাকে। স্প্যানিশ গিটার এটিই মূলত স্প্যানিশ গিটার।এই গিটারের তার নাইলন স্ট্রিং এর ।এটিকে ক্ল্যাসিক্যাল গিটারও বলা হয়ে থাকে। হাওয়াইয়ান গিটার এটি বাদকের কোলে বসিয়ে বাজানো হয়ে থাকে লিড গিটার এটি লিড গিটার ।মূলত এটির ব্যবহার ব্যান্ড মিউজিকে ।পপ মিউজিকেও এর ব্যবহার হয়ে থাকে। বেস গিটার এটি বেস গিটার।এটির শব্দ অনেক নিচু ।এক প্রকার ব্যাক আপ দিতেই এই যন্ত্রের ভুমিকা অপরিসীম।